নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

ভাংগায় সাংবাদিকের বাড়ীর সীমানার প্রাচীর ঘেঁষে ৭ তলা ভবন নির্মাণ করেছেন জামায়াত নেতা


ফরিদপুরের ভাঙ্গায় জামায়াত ইসলামের জৈনক নেতা স্থানীয় সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদকের বাড়ির সীমানার প্রাচীর ঘেঁষে ৭ তলা ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। একদিকে সীমানায় অবৈধভাবে প্রবেশ ও নির্মাণ মালামাল সামগ্রীর দ্বারা বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির পাশাপাশি অতিষ্ঠ হয়ে উঠেছে সাংবাদিক পরিবার। ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সড়কের (ডাঃ কাজী আবু ইউছুফ সড়ক) সংলগ্নএ পাশে নির্মাণ করা হচ্ছে ৭ তলা ভবন। 


অভিযোগ রয়েছে পৌরসভার প্লান ও ভবন নির্মাণের বিধিগত কোড উপেক্ষা করে নির্মাণ করা হচ্ছে পৌরসভা এলাকায় সাততলা ভবন। বিশেষ করে প্রতিবেশীর বাড়ির সীমানা প্রাচীর ও নিজের নির্ধারিত জায়গা থেকে কমপক্ষে তিন ফিট পরিমাপের জায়গা ছেড়ে ভবন নির্মাণ করার নিয়ম থাকলেও সেখানে সাততলা ভবন নির্মাণ করা হচ্ছে সাংবাদিক পরিবারের বাড়ির সীমানার প্রাচীর ঘিরে। যেখানে রাখা হয়নি কোন জায়গা। ভবনের নীচের থেকে উপর পর্যন্ত বিভিন্ন অংশ সাংবাদিক পরিবারের জায়গার ক্ষতি সাধন ও ভবিষ্যতে আরও ক্ষতির সম্মুখীন হয়ে উঠবে বলে অভিমত অভিজ্ঞ মহলের।   


সাংবাদিক পরিবারের অভিযোগ, ভাঙ্গা পৌরসভার প্লান নিয়ে সাততলা ভবনটি জামায়াত নেতা মাসুদ ওরফে গ্রিল মাসুদ তার ব্যবসায়ীক কয়েকজন সদস্যসহ জমির মালিকের কাছ থেকে টাঁকার হিস্যায় (ডেভেলপার ব্যবসার চুক্তি) চুক্তি নিয়ে নির্মাণ করছেন। কিন্ত ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ ভবন নির্মাণ কাজের শুরু থেকে তাদের নির্ধারিত জমির উপর ভবন নির্মাণ করতে বার বার সতর্ক করে আসেন। কিন্ত সাংবাদিক পরিবারকে প্রতিবেশী জমির মালিক ও অর্থ লগ্নিকারী গ্রীল মাসুদ ও তার ব্যবসায়ী পাটনার মিলে প্রতিশ্রুতি দিয়ে আসেন কোন প্রকার ঝুঁট ঝামেলা করা হবে না। নিজেদের নির্ধারিত জায়গায় তারা ভবন নির্মাণ করবেন। কিন্ত দেখা যায় একের পর এক তারা একদিকে সাংবাদিক পরিবারের বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে ভবন নির্মাণ করে যাচ্ছে। এ বিষয়ে সাংবাদিক পরিবার কয়েক দফায় বলার পরও ভবন নির্মাণকারীরা কোন কর্ণপাত না করায় সাংবাদিক মামুনুর রশিদ ভাঙ্গা পৌরসভায়, উপজেলা প্রশাসন, ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) বরাবর বিষয়টি নজরে আনতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভবন নির্মাতা গ্রীল মাসুদ ও জমির মালিক নজরুল ইসলামসহ তাদের পার্টনারদের ডেকে নিয়ে সর্তক করে দেন যেন ভবন নির্মাণ করার সময় কোন প্রতিবেশীর ক্ষতক্ষতি সাধিত না হয়।  


ভাঙ্গা পৌরসভার মেয়র ও পৌরসভার প্রকৌশলীসহ অফিসের লোকজন সরজমিনে দেখে সাংবাদিক পরিবারের অভিযোগের সত্যতা পেয়ে একইভাবে কয়েক দফায় উভয় পক্ষকে ডেকে নিয়ে সতর্ক করেন। ভবন নির্মাণকালে প্রতিবেশী সাংবাদিক পরিবারের কোন ক্ষতি সাধন হবে না বলে অঙ্গীকার করলেও সেই একইভাবে নিজেদের মত করে গ্রীল মাসুদ ও তার ব্যবসায়ী পার্টনাররা মিলে ভবণ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ১৭ মে (বুধবার) ভাঙ্গা পৌরসভার প্রকৌশলীর অফিসে এই নিয়ে সাংবাদিক মামুন ফের অভিযোগ করার পর গ্রীল মাসুদের প্রতিনিধি লিপু মিয়ার উপস্থিতিতে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দিলেও গ্রীল মাসুদের পক্ষের লোকজন পৌরসভার সিদ্ধান্তকে উপেক্ষা করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ সাংবাদিক মামুনুর রশিদ পরিবারের। 


সাংবাদিক মামুনুর রশীদ বলেন, ভবনের জমির মালিক ও নির্মাণকারী গ্রীল মাসুদকে শুরু থেকেঈ আমরা কাজের জন্য বলে আসছি আমাদের বাড়ির সীমানা প্রাচীর ঘিরে আপনারা ভবনের কাজ করছেন। কিন্ত তারা আমাদের কোন কথার গুরুত্ব দেয়নি। নিজেদের ইচ্ছে মত কাজ করতে থাকায় আমি উপজেলা প্রশাসন ও ভাঙ্গা পৌরসভায় এজতি লিখিত অভিযোগ দায়ের করেছি। বিষয়টি ভাঙ্গা পৌরসভা গুরুত্বের সাথে দেখলেও ভবন মালিকেরা সবকিছু উপক্ষে করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। পৌরসভায় যদি সঠিক বিচার না পাওয়া যায় তাহলে আমাকে শ্রম আদালতে মামলা করতে হবে এবিষয়ে জানান। 


এ বিষয়ে ভাঙ্গা পৌরসভার প্রধান হিসেব রক্ষক কাওসার মাতুব্বর বলেন, সাততলা ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভার মেয়র বরাবর প্রতিবেশী সাংবাদিক মামুনুর রশীদ একটি অভিযোগ করেছেন। আমাদের মেয়র মহোদয় এবংপৌরসভার প্রকৌশলীসহ আমরা সরজমিনে দেখেছি। মেয়য় মহোদয় দেশের বাহিরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে এলেই এবিষয়ে তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই মূলত প্রধান। 


এবিষয়ে ভবন নির্মাতা গ্রীল মাসুদের সাথে তার নির্মাণাধীন ভবনে গিয়ে কয়েক দপফায় যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

আরও খবর