রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় এর প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আজ মঙ্গলবার (২৩ মে) একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক ও রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস জিয়াউল হাসান মিঠু। দৈনিক স্বাধীনতার কণ্ঠ কে তিনি জানান,জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী,বাংলাদেশের উন্নয়নের রোল মডেল,বিশ্ব নন্দিত এই প্রধানমন্ত্রী কে একজন বিএনপির নেতা জনসভা থেকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনা গনতান্ত্রিক রাজনীতির পরিপন্থি বিধায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক আজ জর্জ কোর্টে দলীয় কর্মীদের সাথে নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক জিয়াউল হাসান মিঠু, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. জাহিদ বেপারী,জেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ নাসির,জেলা ছাত্রলীগের সভাপতি তানজিম রশীদ চৌধুরী রিয়ান,সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক অর্ক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির ঘটনার প্রতিবাদে গতকাল ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু 'র নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।জেলা সদর ছাড়াও অন্যান্য অন্যান্য উপজেলা শহরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
৩ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬৩ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪১ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪৮ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৬৮ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
২০৭ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে