ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বুধবার (২৪ মে)বেলা সাড়ে ১১টায় ভাঙ্গা থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে এই সূধী-সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল )মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন রুবেল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা সরকারি কে এম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবিএম মিজানুর রহমান,ভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ আইয়ুব আলী, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি, শহিদুল হক মিরু মুন্সী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সী, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ মনসুর মুন্সী সহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান,ম ম সিদ্দিক মিয়া, সৈয়দ শাহিন আলম শাহাবুর, মোঃ শহিদুল্লাহ বাচ্চু,আব্দুল খালেক মোল্লা, মোঃ সোহাগ মাতুব্বর, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আঃ মান্নান, সাধারণ সম্পাদক হাজী সাইফুল্লাহ শামীম, সহ-সভাপতি মামুনুর রশিদ, উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্য ও পৌর কাউন্সিলর বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সভাপতির স্বাগত বক্তব্যে জিয়ারুল ইসলাম বলেন, সামনে বর্ষা মৌসুম ও সংসদ নির্বাচন। আস্তে আস্তে করে ফসলি জমির পাট বড় হচ্ছে, সেই সুযোগ নিয়ে চোর, ডাকাতরা গ্রামগঞ্জে অপরাধ সংঘটিত করতে চেষ্টা করবে। এবং প্রতিটি এলাকায় দুটি দলের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে এই সকল অপরাধ থেকে রেহাই পেতে। জনপ্রতিনিধিরা ওয়ার্ডে ওয়ার্ডে ইউপির সদস্য,যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠন করে পুলিশের সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান। পুলিশ আপনাদের ডাকে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা জনিত সেবা দিতে সদাপ্রস্তুত থাকবে।
এসময় ইউপি সদস্যরা তাদের বক্তব্যে বলেন,এলাকায় মাদক ব্যবসা,সেবন, ওয়েলকাম,ছিনতাই,চুরি,ডাকাতি সহ তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের মত ঘটনা বেড়ে যাচ্ছে সমাজে। সেই সকল অপরাধ মোকাবেলা করতে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫৬ জন জনপ্রতিনিধি রয়েছেন তাহারা আইন-শৃঙ্খলা উন্নতির জন্য পুলিশের সাথে থেকে সহযোগিতা করতে আশ্বস্ত করেন।
৩ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬৩ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪১ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪৮ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৬৮ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
২০৭ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে