ফরিদপুরের ভাঙ্গা উপজেলা তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের গৃহবধূর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (৩০ মে) দুপুরে গৃহবধুর লাশ ঘরের মধ্যে আড়ার সাথে ঝুলতে দেখে ভাংগা থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল সজীব বিশ্বাস বাড়ি চৌচালা টিনের বসত ঘরের পূর্ব পাশের রুমকক্ষে আড়ার সঙ্গে ওড়না গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সাড়ে ৭টার দিকে স্বপ্না বিশ্বাস (২৫) ও তার বড় জ্যা বিথীকা বিশ্বাস এর মধ্যে বাড়ির থালা-বাসন পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটি হলে, একপর্যায়ে স্বপ্না বিশ্বাসের স্বামী স্বপ্না বিশ্বাস কে শাসন করলে এই অভিমানে আত্মহত্যা করে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান,তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের আজ দুপুরে এক গৃহবধূর গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।ময়না তদন্তের সাপেক্ষে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬৩ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪১ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪৮ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
১৬৫ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৬৮ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
২০৭ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে