কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে ৩৩টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার অডিটোরিয়াম রুমে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপক কুমার দেব শ্বর্মার সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা পরিষদের সদস্য জহির উদ্দিন ব্যপারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা পারভীন মীরা , উপজেলা কৃষি অফিসার সূজন কুমার ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের সারাদেশের সাথে একযোগে আজ ভূরুঙ্গামারী উপজেলায় মোট ৩৩ টি বসতঘর হস্তান্তর করা হয়েছে ।
প্রসঙ্গত, চতুর্থ ধাপে সারা দেশে ৩৯ হাজার ৩৬৫টি পরিবারকে ঘর হস্তান্তর করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে তিনি নয় জেলার (মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড় ও মাগুরা জেলা) সব উপজেলাসহ সারাদেশের ২১১ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
এর আগে সারাদেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইতোমধ্যে জমির মালিকানাসহ ২ লাখ ১৫ হাজার ৮২৭টি ঘর হস্তান্তর করা হয়েছে।
৬৭২ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৭৩ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬৭৮ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬৯১ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭১০ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭১০ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭১১ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
৭১২ দিন ৩২ মিনিট আগে