কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযত মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত । দিবসটি উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন দিন ব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
এ উপলক্ষে সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযুদ্ধা সংসদ, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে । ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে সকাল নয় টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার সদস্যদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন কর। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এস এম সায়েম, ওসি নজরুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৬৭২ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
৬৭৩ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬৭৮ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৬৯১ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭১০ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৭১০ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৭১১ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
৭১২ দিন ২৭ মিনিট আগে