নেত্রকোণা থেকে চট্টগ্রাম বোয়ালখালীতে মাজার জেয়ারতে আসা বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯ টার দিকে বোয়ালখালী উপজেলার রায়খালী আরাকান সড়কে লোকাল সিএনজির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সকাল পৌনে ৯টার দিকে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল এবং হাসপতালে নেওয়ার পর সকাল সাড়ে ১০টা নাগাদ মোট ৫জন মারা গেছেন।
নিহতরা হলেন, বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০)। নিহত অপর দুইজনের নাম জানা যায়নি। তবে এর মধ্যে একজন মহিলা।
দুর্ঘটনাস্থলে আসা স্থানীয়রা জানান, বাসটি রং সাইডে ছিল। কয়েকদিন আগে বাসের যাত্রীরা নেত্রকোণা থেকে আকুবদণ্ডির হাওলা দরবারে এসেছিল। আজ সকালে তারা নেত্রকোণা ফিরে যাচ্ছিলেন।
নিহতদের মাঝে নারী ও রয়েছে। দূর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিক্সাটি কেটে নিহতদের বের করে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
৬৬২ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
৭২১ দিন ৫ মিনিট আগে