বগুড়ার ভাটকান্দি এলাকায় হোটেলে খেতে গিয়ে ওয়াজেদ হোসেন ঝন্টু নামে এক টাইলসমিস্ত্রী খুন হয়েছে। শনিবার পৌণে ৯টার দিকে ভাটকান্দি ব্রিজের পূর্বপাশ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩০ বছরের ঝন্টু ভাটকান্দি পশ্চিম পাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি টাইলস মিস্ত্রী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে ঝন্টুসহ তিনজন এলাকার হোটেলে যান খিচুড়ি খেতে। এ দুজনের একজনের নাম মমিন। তারা তিনজনেই এক সাথে টাইলসের কাজ করেন। খিচুড়ি খেতে গিয়ে নিজেদের মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্বে ঝন্টুর ওপর হামলা করে। ধারালো কিছু দিয়ে কুপিয়ে ঝণ্টু হত্যা করা হয়। হোটেলের মালিক মানিক মিয়া বলেন, ওরা তিন জন এসে খিচুড়ি খেতে বসে। কিছুক্ষণ পর পানি চায় তারা। পানি দেয়ার পরপরই ওরা হামলা চালায় ঝন্টুর ওপর। তখন ভয়ে আমরা সরে আসি।
কিন্তু কি দিয়ে মারা হয়েছে তার দেখতে পারেননি হোটেল মালিক।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহমুদ হাসান। তিনি জানান , সকালে হোটেলে খেতে এসে হামলার শিকার হয় ঝন্টু। খবর পেয়ে পুলিশ আসে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহমুদ হাসান বলেন, হোটেলে ভাঙ্গা গ্লাস পাওয়া গেছে। কিন্তু কি দিয়ে ঝন্টুকে মারা হয়েছে তা এখনও নিশ্চিত নই। এ বিষয়ে খোঁজখবর চলছে।
৩৪৩ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৭৯ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৮৩ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৮৪ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৪১৫ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৪৩১ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
৪৩৬ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৩৮ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে