বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই গ্যাস ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমান করা হয়েছে।
১০ জুলাই (সোমবার) বেলা ১২টায় বগুড়া সদরের লতিফপুর কলোনী এলাকায় জেলা পুলিশের একটি দলের সহযোগিতায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল কর্তৃক পরিচালিত অভিযানে দুই গ্যাস ব্যবসায়ীকে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় বগুড়া পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ্ আলী খাঁনের উপস্থিতিতে জামিল মাদ্রাসার গেট এলাকায় অবস্থিত সুলতান ট্রেডাসকে ৩ হাজার টাকা ও মেসার্স মালিহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা সহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, উল্লেখিত দুটি প্রতিষ্ঠান সরকার নির্ধারিত বাজার মূল্যের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করছিল যা ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় দণ্ডনীয় অপরাধ, তাই এই দুই প্রতিষ্ঠানকে উক্ত আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হয় ও পরবর্তীতে আবারো যদি আইন লঙ্ঘন করে অধিক দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
৩৪৩ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৭৯ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৮৩ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৮৪ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৪১৫ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
৪৩১ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
৪৩৬ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৩৮ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে