বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আচরণবিধি লংঘন করায় লাঙ্গল প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেল পৌণে ৪ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম শহরের বৌ-বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন৷ দণ্ডিত ওই ব্যক্তির নাম ফজলুর রহমান। তিনি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের নুরুল ইসলাম ওমরের চাচাতো ভাই। বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার বিকেলে বৌ-বাজার এলাকায় নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে কাজ করছিল ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাঙ্গল প্রাতীক প্রার্থীর চাচাতো ভাই ফজলুর রহমান মাইক্রেবাসের চারপাশে নির্বাচনী ব্যানার লাগিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যানবাহনে ব্যানার লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো দণ্ডণীয় অপরাধ। এজন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷ বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন জানান, নির্বাচন আচরণবিধি লংঘন করায় প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে কাজ করবেন।
৩৪৩ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৭৯ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৮৩ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৮৪ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৪১৫ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৪৩১ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
৪৩৬ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৩৮ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে