কক্সবাজারের চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল মাঠে এরশাদ আলী (২৮) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।
শনিবার রাত দশটার দিকে হাসপাতাল মসজিদের পাশের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী কুষ্টিয়া জেলার মীরপুর থানা এলাকায় বাসিন্দা ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেল্থ কেয়ারের সেলস রিপ্রেজেনটেটিভ (এস আর) ছিলেন। ঘটনার পরপর জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ (এম আর) আশিক বিল্লাহকে (৩৪) ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। ফেলে যাওয়া মোটর সাইকেল আনতে গিয়ে তিনি আটক হন। তারা দু’জনই চকরিয়া উপজেলায় কর্মরত ছিলেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, মূল্যহ্রাসে ভিন্ন দোকানে কোম্পানির ওষুধ বিক্রিকে কেন্দ্র করে এস আর এরশাদ আলীর সাথে বাদানুবাদ হয় এম আর আশিক বিল্লাহর। এরশাদ আলী বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর হুমকি দেয়। এতে চাকরি হারানো ভয়ে সাথে থাকা ছুরি দিয়ে এরশাদ আলীকে জবাই করে হত্যা করে আশিক বিল্লাহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা বলেছেন আশিক বিল্লাহ।
তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে। আটক আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১২ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩৬ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫৩ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে