চকরিয়া থানা পুলিশেে টানা ৮ ঘণ্টার অভিযান বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ২১ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিবাগত রাত থেকে সোমবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ চিরুনি অভিযান পরিচালনা করেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব চন্দ্র সরকার। তিনি বলেন, সম্প্রতি সময়ে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কিছু অপরাধ সংঘটিত হয়েছে। পুলিশের তরফথেকে এসব এলাকায় অপরাধীদের আইনের আওতায় আনতে চিরুনি অভিযান জোরদার করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে ইতোপূর্বের জিআর মামলায় পরোয়ানাভুক্ত ১১ জন, সিআর পরোয়ানার ৯ জন ও জিআর মামলায় সাজাপ্রাপ্ত ১ জনসহ পলাতক ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, পুলিশের চিরুনি অভিযানে গ্রেফতার বিভিন্ন মামলার ২১ পলাতক আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। পরে আদালত এসব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ##
১ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১২ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩৬ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫৩ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে