কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ একটি ডাকাত দলের ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে র্যাব এই অভিযান চালায়।
সোমবার (৩১ জুলাই) দুপুরে কক্সবাজারে র্যাব- ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব- ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. জামিলুল হক।
গ্রেপ্তার ডাকাতচক্রের সদস্যরা হলেন- ডাকাত দলের নেতা মো.তৈয়ব, হাবিবুর রহমান, মিজানুর রহমান ও মোশারফ হোসেন।
র্যাব কর্মকর্তা জামিলুল হক জানান, গত ২৯ জুলাই রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী-লামা-আলীকদম সড়কে বেতার শিল্পী জাফর আলমকে তার মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতি করে একদল ডাকাত।
ওইদিন রাতে ডাকাতদল আরও কয়েকটি মোটরসাইকেল আরোহীকে সড়কে গতিরোধ করে ডাকাতি করে এবং তাদের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় বেতার শিল্পী জাফর চকরিয়া থানায় অভিযোগ করেন।
বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে র্যাব ওই এলাকায় তদন্ত শুরু করে।
সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা জানান, রবিবার রাতে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতা মো.তৈয়বকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় উদ্ধার করা হয়েছে চারটি এলজি, দুটি রাম দা, সাতটি মোবাইল, এবং তিনটি মোটরসাইকেল।
জামিলুল আরও জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল রয়েছে যারা ফাসিয়াখালী-লামা ও আলীকদম সড়ক এবং চকরিয়া বিশাল চিংড়ি ঘের এলাকায় ডাকাতি করে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে এ অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে চকরিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, র্যাবের পক্ষ থেকে এষনও কোন আসামীকে থানায় হস্তান্তর করেনি।
১ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৫ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
১১২ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩৬ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৫৩ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে