কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় মো.মোবারক (২৭) নামের এক টমটম যাত্রী নিহত হয়েছে।
এসময় টমটম পরিবহণের আরও চারজন যাত্রী আহত হয়েছে।
রবিবার (৬ আগষ্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো.মোবারক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের জালাল আহমদের ছেলে।
তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
চিরিংগা হাইওয়ে থানার অপারেশন অফিসার (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, টমটম করে বেশ কয়েকজন যাত্রী চিরিংগা স্টেশন থেকে জিদ্দাবাজারের দিকে যাচ্ছিল।
এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহি বাস জিদ্দাবাজার পৌছালে যাত্রীবাহি টমটমকে পিছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে টমটমের যাত্রী মোবারক নিহত হন।
এসময় টমটমের আরও চারজন যাত্রী আহত হয়। পরে আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দূর্ঘটনা কবলিত বাস ও টমটম জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।
এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
১ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১২ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩৬ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫৩ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে