চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের একটি শালিসি বৈঠকে দুই মহিলাকে চুরিকাঘাত করে পালানোর সময় মোটর সাইকেল সহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকালে তাদেরকে মানিকপুর লামা বাইপাস সড়কের ইয়াংছা চেকপোস্ট এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
তাঁর আগে এদিন দুপুর ১ঘটিকার সময় সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় শালিসি বিষয়ে দুই মহিলার উপর মারধর পরবর্তী চুরিকাঘাতের ঘটনা ঘটান একদল যুবক।
আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার বাসিন্দা গোলাম রহমান এর ছেলে মোঃ জোনায়েদ(২২), হেদায়েত আলীর ছেলে মোঃ সোয়াইব(২০), মোঃ নেজাম উদ্দীন এর ছেলে মোবারক (১৯) ও অপর দুই যুবক। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি স্থানীয় সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সালিসি বৈঠকে হামলার ঘটনায় পাঁচজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
১ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১২ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩৬ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫৩ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে