চকরিয়া উপজেলার বদরখালীর ফজলে হাসান হত্যা মামলার অন্যতম আসামী মোহাম্মদ শাকিল আহমদ(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বদরখালী ৯নং ওয়ার্ড আমিরখালী পাড়া নামক এলাকা থেকে গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদি হাসান শাকিলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত শাকিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড লম্বাখালী পাড়ার মৃত সোলাইমানের ছেলে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল বদরখালী জেটিঘাট স্টেশন যুবক ফজলে হাসানের ডান পা কেটে ফেলার
পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ছোটন নামের আরেক যুবকের বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে হামলাকারীরা। পরে এ ঘটনায় চকরিয়া থানায় মামলা রুজু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান- ঘটনার পর থেকে আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছিল।শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ওই হত্যা মামলার অন্যতম আসামি শাকিলকে আটক করা হয়। এর আগে এজাহারভুক্ত আরো ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশা করছি দ্রুত সময়ে অন্যান্য আসামিদের গ্রেপ্তার হবে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত শাকিল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
১ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৫ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
১১২ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩৬ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫৩ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে