বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।
রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে সারা দেশের প্রার্থীতা ঘোষণায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যখন উচ্ছাসিত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এর অনুসারীরা অপরদিকে দলীয় মনোনয়ন না পাওয়ায় হতাশ টিটু সমর্থিত নেতা-কর্মীরা। আর এমন পরিস্থিতিতে রাত পৌঁনে ৯টায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু তার ফেইসবুক আইডি থেকে লাইভে এসে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ওই ঘোষণার সাথে সাথে সরব হয়ে উঠে টিটু সমর্থকরা।
ফেইসবুক লাইভে এসে টিটু বলেন- সারা বাংলাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের রবিবার গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাও সেখানে গিয়েছি। আমার বাবা অধ্যাপক মো. আলী আশরাফ দীর্ঘ ৫৮ বছর এই চান্দিনার মাটিতে রাজনীতি করে গেছেন এবং দীর্ঘদিন সাংগঠনিক ভাবে এই আওয়ামী লীগকে সংগঠিত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহণ মূলক করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনায় বলা হয়েছে, যারা মনোনয়ন বঞ্চিত হবেন তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে কোন বাঁধা নেই। গত আড়াই-তিন বছরে চান্দিনা থানা আওয়ামী লীগের যারা অরজিনিয়ালী আওয়ামী লীগ করে তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। আমি অধ্যাপক মো. আলী আশরাফ এর সন্তান আমি জন্ম সূত্রে আওয়ামী লীগ করি। চান্দিনাকে বাঁচাতে, চান্দিনার আওয়ামী লীগকে বাঁচাতে চান্দিনার উন্নয়নের লক্ষ্যে আমি আপনাদের পাশে আছি। আপনারা আমার উপর বিশ্বাস রাখেন এই আড়াই-তিন বছর তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীর সাথে ঐকবদ্ধ ভাবে ছিলাম। আমি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করবো এবং আগামীদিন (আজ সোমবার) থেকে নেতা-কর্মীদের সাথে নিয়ে মাঠ নামবো।
২৭৭ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৭১ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৮১ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
৩৮৬ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪০৪ দিন ৪৫ মিনিট আগে
৪০৮ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৪১৪ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪১৬ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে