ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪ ভেন্যু কেন্দ্র পুর্নবহালের দাবিতে মধুপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের নাসার সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ লাখাইয়ে বোরো ধান কাটা শুরু। কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ নাটোরে বিএনপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা কালিগঞ্জে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন’ ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আবদুল কৈয়ুম - মানুষের কল্যাণে কাজ করাই আমার ব্যবসায়িক ও রাজনৈতিক লক্ষ্য



হোটেল দি কক্স টুডে’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কৈয়ুম চৌধুরী বলেছেন, মানুষের কল্যাণে কাজ করা আমার ব্যবসায়িক ও রাজনৈতিক প্রধান লক্ষ্য। চট্টগ্রাম প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে আগে থেকেই সম্পৃক্ত ছিলাম। আজীবন সদস্যপদ লাভের মাধ্যমে আমিও চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারের সদস্য। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আগামীতে নিজেকে আরো বেশি নিয়োজিত রাখবো।
আজ ১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, আবদুল কৈয়ুম চৌধুরী একজন সাংবাদিকবান্ধব ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানাই। একইসঙ্গে তার সহযোগিতায় প্রেস ক্লাবের আগামীদিনের কর্মকাণ্ড আরো বেশি গতিশীলতা পাবে। 
যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের  সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ এবং প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক।
অনুষ্ঠানের শুরুতে অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর মো. আবদুল কৈয়ুম চৌধুরীর জীবনবৃত্তান্ত উপস্থাপন করেন প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম। সভায় মুনাজাত পরিচালনা করেন প্রবীন সদস্য স ম ইব্রাহীম।
এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক সরওয়ারুল আলম, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু, হোটেল কক্স টুডে’র হেড অব সেল্স মোহাম্মদ সাইফ, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্মল চন্দ্র দাশ, স্বপন কুমার মল্লিক, এম নাসিরুল হক, জেড এম এনায়েতউল্লাহ, মোহাম্মদ শামসুল হক, আসিফ সিরাজ, আবু জাফর মো. হায়দার, জামালুদ্দীন ইউছুফ, পংকজ কুমার দস্তিদার, একেএম কামরুল ইসলাম চৌধুরী, সুভাষ কারণ, মাখন লাল সরকার, প্রভাত বড়ুয়া, রোকসারুল ইসলাম, যীশু রায় চৌধুরী, বিশ্বজিৎ বড়ুয়া, রূপম চক্রবর্তী, জাহাঙ্গীর টুটুল, সাইফুদ্দিন খালেদ, জাকির হোসেন লুলু, তাপস বড়ুয়া রুমু, মিন্টু চৌধুরী, গোলাম সরওয়ার, সুভাষ কারণ, সিরাজুল করিম মানিক, মুজাহিদুল ইসলাম, আবসার মাহফুজ, বিপুল বড়ুয়া, আবুল কালাম বেলাল, কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ ফারুক, মাহবুবুর রহমান, মো. শহীদুল ইসলাম, আবুল হাসনাত, নুরউদ্দিন আহমদ, গোলাম সরওয়ার, প্রদীপ নন্দী, সহিদুল ইসলাম সহিদ, গোলাম মর্তুজা আলী, সুলতান মাহমুদ সেলিম, রাজেশ চক্রবর্তী, নিপুল কুমার দে, অমিত বড়ুয়া, আজহার মাহমুদ, রবি শংকর চক্রবর্তী, মোহাম্মদ ফরিদ উদ্দিন, সুবল বড়ুয়া, মোহাম্মদ হামিদুল ইসলাম, শরীফুল হক চৌধুরী, অস্থায়ী সদস্য আমিনুল ইসলাম মুন্না, তুষার দেব’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরও খবর