ক্ষমা চাই তোমার কাছে
আয়েশা সিদ্দিকা হ্যাপি
আমার যখন খুব করে দেখতে ইচ্ছে করে
তখন মনের অজান্তেই
অনেক বিরক্ত করি তোমাকে।
আমি আসলে বুঝতে পারি না
কেন লাগতে যায় এতোগুলো মানুষকে ছেড়ে তোমার পিছনে?
বলো কেন শুধু করি বিরক্ত তোমাকে?
তুমি বিশ্বাস করো
আমি ইচ্ছে করে করি না কখনো।
তবে একটা কথা সত্যি জানতো?
আমি বুঝতে পারি ভালো করে
বিরক্ত হয়ে থাকো প্রতি নিয়ত আমার কিছু কাজে।
আমি চাইলে বিরক্ত না করে থাকতে পারি তোমাকে
তবে এক পলকে তোমাকে দেখার জন্য
দিন শেষে মনটা অনেক ব্যাকুল হয়ে উঠে।
বিশ্বাস করবে কি-না জানি না তুমি কখনো আমাকে?
তবে আমি জানি প্রতিনিয়ত সস্তা করে পেলেছি
নিজেকে আমি তোমার কাছে।
আসল সত্যি কী জানো?
আমি বারবার নিজেকে বোঝাতে থাকি
বিরক্ত না করাই ভালো তোমাকে
প্রতিজ্ঞা করি বারবার নিজের কাছে নিজেকে
তবুও দিন শেষে অবহেলা পেতে চলে আসি
আবার শুধু তোমার কাছে।
আমার ভালোবাসার মূল্য হয়তো তুচ্ছ তোমার কাছে
তবে আমি নিজে নিচু হলেও নিচু করি না
আমার প্রিয় মানুষটাকে কারো কাছে।
তাই শত অবহেলা মাথায় নিয়ে ফিরে যায়
রাতে আবার শুধু তোমার বিরক্তের কারণ হতে
তার জন্য নিজ থেকে বারবার
ক্ষমা চাই তোমার কাছে।
১০ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৬ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬৯ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
৭১ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৭১ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৩ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
৯৪ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে