চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় ১১৪ তম আসরে চকরিয়ার জীবন বলীকে হারিয়ে তিনি
চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহাজালাল বলী।
গতবারের চ্যাম্পিয়ন চকরিয়া উপজেলার তরিকুল ইসলাম জীবন বলি
মাত্র ১ মিনিট ৫ সেকেন্ডের লড়াইয়ে শাহ জালালের কাছে হার মানেন জীবন।
জীবনকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি শাহাজালাল। চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হব। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে খুব আনন্দ লাগছে।’
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ৪ টায় চট্টগ্রাম লালদিঘি মাঠে বলী খেলার উদ্বোধন করেছেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।
প্রসঙ্গত, বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুবসম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে আন্দোলনের কৌশলী সংগঠক চট্টগ্রাম নগরের বদরপাতি এলাকার সওদাগর আবদুল জব্বার ১৯০৯ সালে বলী খেলার সূচনা করেন। সেই থেকে প্রতি বছরের বৈশাখ মাসের ১২ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এ বলিখেলা কে গিরে চট্টগ্রাম লালদিঘি পাড় এলাকায় প্রায় এক কিলোমিটার জুড়ে তিনদিন ব্যাপি মেলা বসে।
১০ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৩ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬৬ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬৯ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে
৭১ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৭১ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে
৯৩ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
৯৪ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে