ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে ক্ষতির আশঙ্কায় বন্দরের
মূল জেটি থেকে সরিয়ে নেওয়া জাহাজগুলো সোমবার (১৫ মে) ভোরের জোয়ারে জেটি বেড়নো পর পুনরায় কাজ শুরু হয়েছে । এর আগে গত শুক্রবার রাতে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করলে বন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় ।
রোববার (১৪ মে) রাতে আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। এর প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অ্যালার্ট প্রত্যাহার করে বন্দর কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা চূড়ান্ত করে।
সূত্র জানায়, জিসিবি, এনসিটি, সিসিটি, ডলফিন জেটি, ওয়াটার বাস টার্মিনালসহ বিভিন্ন জেটিতে আনার জন্য ২৪টি জাহাজের তালিকা করে বন্দরের নিজস্ব পাইলটদের তত্ত্বাবধানে ভোর সাড়ে চারটার জোয়ারের সময় এসব জাহাজ বহির্নোঙর থেকে জেটিতে আনা হয়েছে । ফলে প্রায় ৪৮ ঘন্টা বন্ধ থাকার পর বন্দরের স্বাভাবিক কার্যক্রম
পুনরায় চারু হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যম কে বলেন, আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে চট্টগ্রাম বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।
এর প্রেক্ষিতে বন্দর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার ভোরের জোয়ারে জাহাজগুলো জেটিতে বেড়ানো পর বন্দরের সমস্ত কার্যক্রম স্বাভাবিক হয়।
৮ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৪ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬৬ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
৬৯ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৬৯ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৯১ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
৯২ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে