চট্টগ্রাম নগরীর বায়েজিদে এলাকায় অগ্নিকাণ্ডে মা ও তার দুই ছেলে-মেয়েসহ একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন।তারা হলেন- নূর নাহার বেগম (৩০), তার দুই সন্তান মারুফ (১) ও ফিরিয়া (৩), এবং মো. ঈমাম উদ্দিন (২৩) একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
রবিবার (২৮ মে) ভোরে বায়েজিদ থানার পূর্ব সৈয়দপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশের দাবি মশার কয়েল থেকে এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, শহীদ নগরে তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ দু’টি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরে মা ও তার দুই শিশু মারা গেছেন।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে কাঁচা বসতঘরে ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয় জন মালিকের ৬টি টিনের বসতঘর পুড়ে গেছে। পুলিশ চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৮ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৪ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬৬ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
৬৯ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
৬৯ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
৯১ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
৯২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে