অনলাইন ভিত্তিক সংগঠন প্রগতি সাহিত্য সংসদের উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই (;শনিবার) সন্ধ্যা ৬ টায় নগরীর
কদম মোবারক চট্টগ্রাম একাডেমির
ফয়েজ নূরনাহার মিলনায়তনে কবি গল্পকার সংগীত শিল্পী শিউলি নাথ এর গানের মাধ্যমে আড্ডার শুভ সূচনা হয়।
প্রগতি সাহিত্য সংসদের সভাপতি কবি
ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কবিতা আড্ডা অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ড,আনোয়ারা আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রাউফ।
কবি সোমা মুৎসুদ্দি সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি সালাম সৌরভ।
উদ্ভোধনী বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ প্রাবন্ধিক ড. আনোয়ারা আলম প্রথমেই এত চমৎকার আয়োজন এর জন্য প্রগতি সাহিত্য সংসদকে ধন্যবাদ জানিয়ে বলেন - আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা সৌভাগ্যবান। সাহিত্য চর্চার সাথে যারা সম্পৃক্ত তাদের অবশ্যই সাহিত্য আড্ডার সাথে যুক্ত থাকা প্রয়োজন নিজেকে বিকশিত করার জন্য। ঈদ পুণর্মিলনী মানেই উৎসবের আমেজ।এই বেশ আড্ডা জমেছে গান আবৃত্তি আলোচনায়। তিনি আরো বলেন যুগ যুগ ধরে সাহিত্য আড্ডার প্রচলন ছিল আজো আছে।সাহিত্য আড্ডার ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন। মুক্ত আলোচনায় তিনি দারুণভাবে সাহিত্য আড্ডার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে কবি রাশেদ রউফ বলেন,যারা লেখালেখির সাথে যুক্ত আছেন সবাইকে অনেক বেশি পড়তে হবে ভালো পাঠক হলে ভালো লেখক হিসেবে নিজেকে তৈরি করা অসম্ভব কিছু নয়। ছড়া কবিতা গল্প উপন্যাস এবং গুণীদের জীবনী পড়তে হবে।শিশু সাহিত্যিক হলে শুধু ছড়া আর কিশোর কবিতার চর্চা করব তা কেন হবে? সাহিত্যের নানা শাখায় চর্চা অব্যাহত রেখে সাহিত্য জগতে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে। রবীন্দ্রনাথ, নজরুল, সমরেশ, শরৎচন্দ্র,সুকুমার বড়ুয়া সহ আরো বিখ্যাত লেখকদের লেখা পড়তে হবে। তিনি প্রগতি সাহিত্য সংসদের উদ্দেশ্য বলেন - আজকের আয়োজন চমৎকার হয়েছে। তবে এই সাহিত্য আড্ডা র ধারাবাহিকতা বজায় রাখলে এই সংগঠন থেকে ভালো লেখক পাঠক উঠে আসবে ভবিষ্যতে। তিনি আয়োজক এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
বিশেষ আলোচকের বক্তব্যে বিশিষ্ট শিশুসাহিত্যিক কবি উৎপল কান্তি বড়ুয়া বলেন চট্টগ্রামের সাহিত্য আড্ডা সাহিত্য চর্চার জন্য বেশ আগে থেকেই সমাদৃত ছিল।আজ প্রগতি সাহিত্য সংসদ এর এই প্রাণবন্ত আড্ডার প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানায় যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন সাহিত্য জগতে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে সমৃদ্ধ করার জন্য এরকম আড্ডার আয়োজন আরো বেশি বেশি করা প্রয়োজন। তিনি আলোচনা শেষে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় স্বরচিত দুটি অসাধারণ কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে অন্যন্যদের আরো বক্তব্য রাখেন - সাপ্তাহিক স্লোগান পত্রিকার সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ , কবি মুক্তিযুদ্ধা শুক্কুর চৌধুরী, কবি ও প্রাবন্ধিক ছন্দা চক্রবর্তী।কবি ও শিশুসাহিত্যিক সালাম সৌরভ, কবি ও শিশুসাহিত্যিক নান্টু বড়ুয়া, কবি স্মরণিকা চৌধুরী, কবি ও শিশুসাহিত্যিক তানভীর হাসান বিপ্লব, কবি ও শিশুসাহিত্যিক অভিলাষ মাহমুদ, কবি ও প্রাবন্ধিক লিপি বড়ুয়া, কবি ছালামত উল্লাহ এবং কবি ও শিশুসাহিত্যিক আলী মির্জা।
বক্তব্যেের ফাঁকে কবি ও শিশুসাহিত্যিকরা স্বরচিত কবিতা পাঠ করেন এবং সবশেষে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন অধ্যাপক প্রাবন্ধিক সংগীত শিল্পী মৃণালিনী চক্রবর্তী প্রমুখ।
৮ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
৬৪ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৬৬ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬৯ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে
৯১ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে
৯২ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে