আলোকিত মন
কাজী শামীমা রুবী
আলোকিত প্রেমিক পুরুষ
যার চোখের তারায় লুকিয়ে আছে
নিগূঢ় ভালোবাসা।
প্রশস্ত বুক ভরা উজার করা প্রেম।
তাই তো তার চোখের সমুদ্রে ডুবসাঁতারে
অবগাহন চলে বারংবার।
বলিষ্ঠ বাহু লতার বন্ধনে আবিষ্ট মন।
পদধ্বনিতে শুনি শুকনো পাতায়
মায়া জড়ানো নুপুরের নিক্কণ।
তার আগমনে হয় ভ্রমরের গুঞ্জরণ।
ফুলেরা সেজে ওঠে অপরুপ সাজে।
নির্মল বাতাস ছুঁয়ে যায় হৃদয় থেকে হৃদয়।
রঙ বেরঙের প্রজাপতির বসে মেলা।
মুখরিত কল কাকলিতে চলে
পাখ-পাখালির কন্ঠে সুরের খেলা।
গোধূলির সোনালি আলো মাখিয়ে দেয়
সন্ধ্যার আবছায়া আবেশ তনুমনে।
সেই আলোকিত প্রেমিক পুরুষ।
যার হাতে হাত রেখে ফেলি স্বস্তির নিঃশ্বাস।
বিশ্বাসের শৃঙ্গ চূড়ায় তার আধিপত্য।
যার আগমনে প্রতিটি জোছনা রাতে
তারকারাজি সাজে মরিচ বাতি।
শোভিত পুষ্পরাজি সাজায় সুখের বাসর
হৃদ স্পন্দনে সুখের মিতালি।
জীবন প্রদীপ যদি কভু নিভে আসে
তারই কোলে মাথা রেখে নেব চিরবিদায়।