গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪ বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের নাসার সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ লাখাইয়ে বোরো ধান কাটা শুরু। কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ নাটোরে বিএনপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা কালিগঞ্জে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন’ ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা

এবার মশা খুঁজতে চসিকের ‘ড্রোন’

মশা খুঁজতে ‘ড্রোন’ ব্যবহার উদ্বোধন করছেন চট্টগ্রাম চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর





এবার মশা খুঁজতে  ‘ড্রোন’ ব্যবহার করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বাসা–বাড়ি ও অফিস–আদালতের ছাদ বাগান এবং অন্যান্য উৎসে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা খুঁজতে এ ড্রোন ব্যবহার করা হবে। এর মধ্য দিয়ে এডিস মশার উৎসস্থল শনাক্তকরণে এক প্রকার জরিপও চালাবে চসিক।
৯ জুলাই ( রোববার)  চট্টগ্রাম  নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি  এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর ।

চসিক সূত্রে জানা গেছে, মশা খুঁজতে চসিক ‘ডিজেআই ম্যাভিক এয়ার এস২’ মডেলের ড্রোন ব্যবহার করবে। এটার ওজন ৫৯৫ গ্রাম। ড্রোনে থাকবে ৪৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। মাটি থেকে ১০০ মিটার উঁচুতে উঠে ছবি বা ভিডিও করা যাবে এ ড্রোন দিয়ে। এছাড়া যিনি ড্রোনটি নিয়ন্ত্রণ করবেন তার চতুর্পাশে ৩ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম এ ড্রোন। ড্রোনটির জন্য প্রতিদিন সিটি কর্পোরেশনকে ৫ হাজার টাকা ভাড়া গুণতে হবে। প্রাথমিকভাবে নগরের ৬০টি আবাসিক এলাকায় এ ড্রোন অভিযান পরিচালনার লক্ষ্য ঠিক করা হয়।

এ ড্রোন পরিচালনার জন্য সাগর দত্ত নামে একজনকে নিয়োগ দেয়া হয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব না কমা পর্যন্ত সে ড্রোন দিয়ে মশার উৎসস্থল খুঁজবে। এ বিষয়ে গত বৃহস্পতিবার সিএমপি কমিশনারকে দেয়া চসিকের একটি চিঠিতে বলা হয়, ‘চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর প্রকোপ বিপজ্জনক হারে বৃদ্ধি পাওয়ায় সিটি কর্পোরেশনের মেয়র ড্রোন ব্যবহার করে বিভিন্ন বাসা–বাড়ি ও অফিস–আদালতের ছাদ, ছাদবাগান ও পরিত্যক্ত জায়গা পর্যবেক্ষণ করে এডিস মশার প্রজননক্ষেত্র চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করেছেন’। ড্রোন ব্যবহারের অনুমতি চাওয়া হয় ওই চিঠিতে।

ড্রোন ব্যবহারে দায়িত্ব পাওয়া সাগর দত্ত বলেন, অতীতে ১৫০ মিটার উঁচুতে ড্রোনটি তুলতে সক্ষম হয়েছি। বেশি উপরে উঠলে ছবি স্পষ্ট হয় না। তাই চসিকের কার্যক্রমে ১০০ মিটার পর্র্যন্ত তোলা হবে। তিনি বলেন, ২–৩ মিনিট ব্যপ্তি ভিডিও করে দেয়া হবে সিটি কর্পোরেশনকে।

চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান , স্বচ্ছ পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই বাসা–বাড়ির ছাদ এডিসের প্রজননের অন্যতম উৎস। কারণ ছাদবাগানে ফুলের টবে জমে থাকে স্বচ্ছ পানি। ছাদে আরো নানা উৎস থাকে যেখানে পানি জমে থাকে। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষে শহরের সব–বাড়িতে গিয়ে বা ছাদে এডিসের উৎস আছে কীনা যাচাই করা সম্ভব না। করলেও সেটা সময়–সাপেক্ষ। ড্রোন ব্যবহার করলে এ কাজ অনেক সহজ হবে বলেও জানান সংশ্লিষ্টরা। তাছাড়া শহরের বহু বাড়ির ছাদের সঙ্গে আরেকটি ছাদ লেগে আছে। মশা খোঁজার জন্য প্রত্যেক ছাদে হেঁটে হেঁটে যাওয়াও সম্ভাব নয়। তবে এক জায়গায় দাঁড়িয়ে একটি ড্রোনের মাধ্যমে অনেকগুলো ভবনের ছাদ পর্যবেক্ষণ করা যাবে। 

আরও খবর