বাংলাদেশের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন - বিএনপি জামায়াত দেশ ও জনগণের শত্রু । এরা মানুষের উপর আগুন সন্ত্রাস চালাচ্ছে , গাড়ি পুড়াচ্ছে , ওদের ভয়ে বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে , এই বাচ্চাদের কি অপরাধ ? এরা হরতাল অবরোধের নামে দেশে নাশকতার চেষ্টা চালাচ্ছে ।
ওরা দেশটাকে ধ্বংস করতে চায়। এরা দেশ, জাতি, সমাজ ও জনগণের শত্রু। সুতরাং বিএনপি জামায়াত খুনিচক্র , অগ্নিসন্ত্রাসী ও দেশের শত্রু এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
২৫ নভেম্বর (শনিবার ) চট্টগ্রাম জামালখান মোড়ে স্থাপিত “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ” শীর্ষক ম্যুরাল ও তথ্যচিত্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন , দুঃখজনক হলেও সত্য গত ১৪ই জুন বিএনপি জামায়াতের মিছিল থেকে ম্যুরালগুলো ভাঙচুর করা হয়। তারা শুধু ম্যুরাল ভাঙচুর করেই খান্ত হয়নি, সে সময় তারা উল্লাসও করেছে। ম্যুরালগুলো ও চিত্রগুলো কি অপরাধ করেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইসরাইলি বাহিনী গাজায় হামলা চালিয়েছে, তাদের অনুকরণে জামায়াত-বিএনপি রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা চলিয়েছে। পাকিস্তান আমলে যখন আমরা পশ্চিমাদের অধীনে ছিলাম তখনও বহু মিছিল সেদিক দিয়ে গেছে-আসছে, কখনো প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়নি। দীর্ঘ ৫২ বছরের ইতিহাসে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। তখনও প্রধান বিচারপতির বাসভবনে কখনো হামলা হয়নি। যারা কোরআন শরীফ পোড়ায়, মানুষ পোড়ায়, হাসপাতালে হামলা চালায় তাদের সাথে কোন সংলাপ নয়। রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুন সন্ত্রাসীদের সাথে সংলাপ করা যায় না। বরং, তাদেরকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।
এসময় তিনি বলেন, জামালখান ওয়ার্ডে যেভাবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে তা যদি সব ওয়ার্ডে হতো তবে শহরটা অনেক সুন্দর হতো।
জামালখান ওয়ার্ডের কাউন্সিল শৈবাল দাশ সুমন এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক প্রমূখ।
৬ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
৬২ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৪ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৭ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৬৭ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৮৯ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯০ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে