তৈরী পোশাক শিল্পের প্রতিযোগীতামূলক বাজারে সক্ষমতা বাড়াতে কাস্টমস সম্পর্কিত প্রক্রিয়াগুলো, বিশেষ করে আমদানি-রফতানি পণ্যের ছাড়পত্র প্রদান আরও দ্রুততর করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএর প্রতিনিধিদল চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।
বৈঠকে কাস্টমস সংক্রান্ত বিভিন্ন ইস্যুসহ পোশাক শিল্পের জন্য উদ্বেগের বিষয়গুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে পোশাক শিল্প যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সে বিষয়গুলোও তুলে ধরে বলেন - বর্তমানে অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে হলে বিশেষ করে ফ্যাশন শিল্পে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখাতে লিড টাইম কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
এ সময় তিনি বলেন, কাস্টম হাউসকে নির্বিঘ্ন ও দ্রুততর সেবা নিশ্চিতকরণ, বিশেষ করে আমদানি-রফতানি পণ্যের ছাড়পত্র দেয়ার প্রক্রিয়া দ্রুততর করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কাস্টমস কমিশনার বিজিএমইএ নেতাদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শুনেন এবং সমাধানে কাস্টমস হাউসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, রাকিবুল আলম চৌধুরী, সাবেক পরিচালক অঞ্জন শেখর দাস প্রমুখ।