এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব)'র কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, আজকে আমরা মুসলমান হিসেবে ইফতার মাহফিল করতেছি। কিন্তু আগামী দিনে আমরা ইফতার মাহফিল করতে পারব কিনা সন্দেহ আছে। কারণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইফতার আয়োজকরা আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন। এটা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। আওয়ামী লীগ কখনো তাদের স্বার্থে ইসলামকে ব্যবহার করে, আবার কখনো ছুড়ে ফেলে দেয়। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ তাদের সংস্কৃতি ও মূল্যবোধ হারাতে যাচ্ছে, কারণ তারা ইতোমধ্যেই তাদের ভোটাধিকার হারিয়েছে। ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার। প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
২ এপ্রিল ( মঙ্গলবার) বিকালে নগরীর জিইসি মোড়স্থ ইফকো জামান হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব) চট্টগ্রামের উদ্যোগে প্রকৌশলী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে ও ইঞ্জি. প্রিয়ম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক।
ইঞ্জিনিয়ার বকুল বলেন, সংবিধানের কাজ হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা ও জীবনের নিরাপত্তা দেওয়া। আজকে সরকার সংবিধানের সব কিছু লঙ্ঘন করেছে। মানুষের ভোটের অধিকার সহ সব তারা কেড়ে নিয়েছে। সংবিধান যা যা সুরক্ষা দিয়েছে, সবকিছু তারা লঙ্ঘন করেছে। কিন্তু ভোট চুরির বেলায় সংবিধানের দোহাই দিয়ে ভোট ছাড়া ক্ষমতায় থাকছে।
বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ বলেন, গণতন্ত্র আজ নির্বাসিত। মানবাধিকার ভূলুণ্ঠিত। মানুষের জীবনের নিরাপত্তা নেই। এই সরকার গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে নিয়েছে। এখন ইফতার মাহফিলে বাধা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলোয়াত বন্ধ করে দিয়েছে। বুয়েটে আবরার হত্যাকান্ডের পর ছাত্র রাজনীতি বন্ধ ছিল। কিন্তু এখন আদালতের রায়ের মাধ্যমে ছাত্র রাজনীতি চালু করার ঘোষণা দিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের প্রতিটি জায়গায় দুষ্ট চক্র তৈরি করেছে।
এতে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জি বেলায়েত হোসেন, এ্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জি. তানভিরুল হাসান তমাল, যুগ্ম মহাসচিব ইঞ্জি. আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জি মাহবুব আলম, ইঞ্জি আতিকুজ্জামান বিল্লাহ, চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি আমিনুর রহমান সুমন প্রমূখ।
উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, কাজী সালাউদ্দিন, সদস্য অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মন্জুর উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় ড্যাবের সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সরোয়ার আলম।
৬ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬২ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৪ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬৭ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬৭ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮৯ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৯০ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে