পরীক্ষার সময় পাশের সিটে বসা সাইডম্যানকে খাতা না দেখানোয় পরীক্ষার হল থেকে বের হয়ে মা'র'ধর করেছে এক এইচএসসি পরীক্ষার্থীকে।
গতকাল রবিবার (৩০ জুন) ছিলো ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম পরীক্ষা। কক্সবাজার সরকারি মহিলা কলেজ কেন্দ্রের বাংলা বিষয়ের পরীক্ষা শেষে কক্ষ থেকে বের হলে ওই পরীক্ষার্থীর ওপর হা'ম'লা চালানো হয় বলে জানান ভুক্তভোগী পরীক্ষার্থী।
মা'রধ'রে'র শিকার ওই পরীক্ষার্থী জানান, তার পাশের সিটে বসা তারেক ইসলাম সাদেক নামের ওই পরীক্ষার্থী তাকে কয়েক দফায় মারধর করেছে। এমনকি প্রা'ণে মে'রে ফেলার হুম'কি দিয়েছে। প্রথমে চ'ড়, থাপ্প'র পরে গলা ধা'ক্কা দিয়ে কিল ঘু'ষি মেরেছে। এছাড়াও কেন্দ্র থেকে বের হয়ে কক্সবাজার ঘুণগাছ তলায় স্থানীয় বন্ধুদের নিয়ে তাকে আবারো মা'রধ'র করে। এতে তার শরীরে বিভিন্ন জায়গায় জখ'ম হয়েছে।
এই ঘটনায় কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটলে তাদের বিরু'দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।
অভিযুক্ত ওই পরীক্ষার্থী কক্সবাজার সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্র।
৩ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১৮ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৮ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৪ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৬ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৬ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে