উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে দুটি পদে মোট ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ২৬ জন ভোটারের মধ্যে ২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাসে থাকায় একজন ভোটার অংশগ্রহণ করতে পারেননি।
ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সদস্য গোলাম কিবরিয়া আজাদ ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মোঃ ইয়াছিন সুমন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে দ্য নিউ নেশনের মোঃ ইয়াছিন করীম রনি ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা। অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যরা হলেন বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, ফেনী জর্জ কোর্টের অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম।
নির্বাচনের সার্বিক পরিচালনায় ছিলেন প্রেসক্লাব ২০২৩ সালের কমিটির সভাপতি নুরুল আলম খাঁন ও সাধারণ সম্পাদক আজকের পত্রিকার এমাম হোসেন এমাম।
নির্বাচন চলাকালীন সময় অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী,দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, দাগনভূঞা আজিজিয়া মাদরাসা সভাপতি নুরুল হুদা হুদন,কাউন্সিলর মোঃ ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আফছার,সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ সহ প্রমুখ।
৩৪৫ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৪৯ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৫২ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৫২ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৫৬ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৬০ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৬৮ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৬৯ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে