জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তার বিশেষ সপ্তাহ পালনের লক্ষ্যে গৃহীত সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার দুপুরে নিরাপদ সড়ক চাই(নিসচা) ধামরাই উপজেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সহ-সভাপতি দৈনিক ইনকিলাবের সাংবাদিক এবং ধামরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনিস উর রহমান স্বপন এর সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা সড়ক দূর্ঘটনার বিভিন্ন কারণ সমূহ তুলে ধরেন এবং সমস্যা সমাধানের ব্যাপারেও আলোচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মর্তুজ আলী, কালের কন্ঠের সাংবাদিক আবু হাসান,বাংলা ভিশনের সাংবাদিক লোকমান হোসেন,ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান,প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস, যুগান্তরের সাংবাদিক শামীম খান,মোহনা টিভির সাংবাদিক মেহেদী ইমাম জান কাইসার, মানবকন্ঠের রুহুল আমিন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
৪২ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
৪৭ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৪৭ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৫৭ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫৭ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে
৬০ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
৮৪ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে