গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু।
রাজবাডীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ঢাকা - খুলনা মহাসড়কে দুর্ঘটনায় বাক প্রতিবন্ধী শাবানা আক্তার (৩০)নামে এক নারীর মৃত্যু হয়েছে ও ফাতেমা আক্তার পিংকি (১০) নামে এক শিশু আহত হয়েছে।
নিহত প্রতিবন্ধী শাবানা হলো দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কিয়ামউদ্দিন মোল্লার পাড়ার বাক প্রতিবন্ধী গহেরের স্ত্রী।আহত ফাতেমা আক্তার পিংকি হলো একই এলাকার ইদ্রিস পাড়ার বাবলুর মেয়ে।
রোববার( ৬ এপ্রিল) দুপুর ১২ টার সময় দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান,দ্রুত গতির ঢাকা মুখি একটি মাইক্রোবাস গাড়ি যার নাম্বার ঢাকা চ ১২-৪১ ৪৬ দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় এসে পৌঁছাইলে পথচারী শাবানা রাস্তা পারাপার হওয়ার সময় তাকে দ্রুত গতিতে ধাক্কা দিলে ঘটনা স্থলেই শাবানা ও ফাতেমা আক্তার পিংকি আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শাবানাকে মৃত্যু ঘোষণা করেন ও পিংকিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ জানান,হাইচ গাড়িটিকে আটক করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।