‘শেখ রাসেল দ্বীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ দিবসটি ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। ১৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় র্যালী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ আবদুর রহীম। এর আগে সকাল দশটায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।