সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর, মজুদকৃত ধান ও নগদ টাকা অন্যান্য আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামে এই আগুনে পুড়ার ঘটনাটি ঘটেছে। কিভাবে এই আগুন লেগেছে কেউ বলতে পারছেনা। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই ইউনিয়নের জমশেরপুর গ্রামের মৃত রঘুনাথ সরকারের ছেলে নিবারণ সরকার (৪০)। এতে আনুমানিক নিবারণের পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সনেট তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে বাড়ির কাজ সেরে ঘরে ছয় মাসের সন্তানকে নিয়ে শুয়ে ছিলেন নিবারণের স্ত্রী অঞ্জনা রানি সরকার। হঠাৎ করেই নিবারণের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এসে ঘর থেকে অঞ্জনা রানি ও তার শিশুসন্তাকে বের করে নিয়ে আসেন। পরে প্রতিবেশীদের আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তের বাড়িঘর পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।