সুনামগঞ্জের ধর্মপাশার জয়শ্রী ইউনিয়ন পরিষদের শান্তিপুর ও হরিপুর গ্রামের মাঝে অবস্থিত ফসল মাঠে ফুটবল খেলা অবস্থায় বিকেল ৫ টায় স্থানীয় দুই কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
কিশোরদের একজন পলাশ(১৪) হরিপুর গ্রামের শাহাজুলের ছেলে। অপরজন তোয়ামিন (১৯) শান্তিপুর গ্রামের শামসুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নূরে আলম সিদ্দিকী জানান, বিকেলে হরিপুর ও শান্তিপুর গ্রামের ২২-২৪ জন কিশোর ফুটবল খেলা করছিল। খেলারত অবস্থায় বৃষ্টি শুরুর কিছুক্ষণের মধ্যেই ২ জন কিশোর বজ্রপাতের শিকার হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেন।
২৫ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৫২ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫৫ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৮৯ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৯১ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
২২২ দিন ১৭ মিনিট আগে
২৩১ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৪২ দিন ৪১ মিনিট আগে