নতুন বছর নতুন বছর
এসো মোদের মাঝে,
সুখে দুঃখে থেকো পাশে
সকাল সন্ধ্যা সাঁঝে।
পুরনো সব কষ্টগুলো
ধুইয়ে মুছে নিও,
আবার তুমি নতুন করে
সুখের আলো দিও।
আতশবাজি ছুড়ে দেবো
নীল আকাশের বুকে,
আনন্দ উল্লাসে তোমায়
করবে বরণ লোকে।
নতুন তোমায় আপন করে
বুকে দিলাম ঠাই,
সুখের প্রদীপ জ্বেলে দিও
এইটুকুই যে চাই।
গোলাপ মাহমুদ সৌরভ
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
৬ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৮ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
৩১ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৩২ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৭ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে