দোহার ও শ্রীনগর উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন "প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম" -এর বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ রমজান) সন্ধ্যায় দোহার উপজেলার ফুলতলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে ইফতারের আয়োজন সম্পন্ন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো. মহিউদ্দিন। তাঁর অভিজ্ঞতাপূর্ণ বক্তব্য শিক্ষার্থীদের মননে গভীর প্রভাব ফেলে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি পদ্মা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আলমগীর হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ নিয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
বর্তমান কমিটির সভাপতি প্রান্ত ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিব খানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন "প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্ট ফোরামের" প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহাদাত হোসেন আকাশ।
বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত তরুণদের স্বাগত
মাহফিলে নবীন শিক্ষার্থীদের সাদরে বরন করে নেওয়া হয়। তারা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত শেয়ার করেন, যা নতুন প্রজন্মের জন্য প্রেরণাদায়ক হয়ে ওঠে।
ইফতারের পূর্বে মিলিতভাবে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
৪ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৯ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
৩৫ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে