অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ইং উপলক্ষ্যে প্রকাশ হয়েছে কবি ও লেখক ফাতেমা তুজ জোহরা'র ক্রাইম থ্রিলার "আঁধারে আকন্দ"। স্বরবর্ণ প্রকাশনী থেকে ২০২৫ ইং বইমেলায় বইটির প্রথম প্রকাশ হয়। জীবন খুবই অদ্ভুত। আমাদের চোখ সবসময় সত্যিটা দেখে না। সত্যিটা জানতে হলে গভীর পর্যবেক্ষণের প্রয়োজন পড়ে। দু'টো ভিন্ন জায়গায় ভিন্ন দু'টি খুন। কারণ বের করতে হলে জানতে হবে অনেক কিছু ও পড়তে হবে বইটি।
বইটি নিয়ে লেখকের মতামত জানতে চাইলে তিনি বলেন, "আঁধারে আকন্দ" সেই ধরনের গল্প, যা পাঠকদের হৃদয়ে দাগ কাটবে বলে মনে করি। বইটিতে চরিত্রগুলোর বাস্তবসম্মত আবেগ, সমাজের কঠোর বাস্তবতা এবং ভালোবাসার অনন্য উপস্থাপন রয়েছে। ভাষার সাবলীলতা, সংলাপের বাস্তবতা এবং গল্পের গভীরতা বইটাকে পাঠকের কাছে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছি। বইটি ইমোশনাল ও রিয়েলিস্টিক ফিকশন ক্যাটাগরির হওয়ায়, যারা বাস্তব জীবনের গল্প পছন্দ করে তাদের কাছে এটি জনপ্রিয় হতে পারে। রোমান্স, সামাজিক বাস্তবতা ও নৈতিকতার মিশেলে লেখা হওয়ায় নারী পাঠকদের মধ্যে গ্রহণযোগ্যতাও বেশি হবে।
বইটির প্রচ্ছদ করেছেন আদনান আহমেদ রিজন। বইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ডিসকাউন্ট-এ আরও কিছুটা কম মূল্যে সংগ্রহ করা যাবে বইটি। স্বরবর্ণ প্রকাশনী ছাড়াও অনলাইন শপ রকমারি ডটকম থেকেও বইটি কেনা যাবে।
রকমারি ডটকম থেকে ক্রয়ের লিংক:
আঁধারে আকন্দ
By- ফাতেমা তুজ জোহরা
Price: 225 BDT
Discount: 25%
https://www.rokomari.com/book/451123/adhare-akondo
লেখক ফাতেমা তুজ জোহরা'র বেড়ে উঠা ও পড়াশোনা গাজীপুর হলেও বর্তমানে অবস্থান করছেন ময়মনসিংহ বিভাগের ভালুকাতে। মাধ্যমিক থেকে কবিতা লেখাতে আগ্রহী হলেও উচ্চ মাধ্যমিক হতে শুরু করেন গল্প লেখা। এই পর্যন্ত প্রকাশ হয়েছে তার কিছু যৌথ বই ও ই-বই।
৪ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৯ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
৩৫ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে