সর্বযুগে ভালোবাসাতো ঈশ্বরের ইবাদত
প্রেম ইতিহাস গড়ছে অনবরত।
প্রেম মানেনা বাধ্যতার ঢেউ
প্রেম যেন বজ্রনেশা ওই।
এই হৃদয়ে তোমারি আনাগোনা
প্রেম-তো অবুঝ হৃদয়ের ছাপাখানা।
প্রেম যুগ যুগে চিরায়ত প্রথা ভঙ্গে লিপ্ত
কখনো প্রেম জোতস্না রাত
কখনো বা সূর্যের আভায় দীপ্ত।
দিয়ে যায় সুখ অনন্ত
কখনো কাঁদায়, কখনো নিরুপায়
প্রেমে গড়া দুনিয়া আলোময়
ধন্য হোক প্রেমের জয়।
বিচিত্র-সব রুপে যে দেখেছে প্রেমকে
জানি আজও ভালোবাসো তুমি আমাকে।
ভালোবেসেছি কখন তোমায় জানিনা
দেখে-শুনে ভালোবাসাই প্রেম বন্দনা।
স্বর্ণা তালুকদার
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৬ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৮ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
৩১ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩২ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৭ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে