তুমি যাবে ভাই, যাবে আমার
ছোট্ট সোনার গায়?
হেমন্ত এলে শিশির বিন্দু
পরে ঘাসের ডগায়।
চাষি ভাই তখন নবান্ন করে
আরেক ফসলি ধানের,
কেউবা আবার শিউলি কুড়ায়
স্বপ্ন দেখে নতুন প্রাণের।
বিন্দু বিন্দু শিশির কনা
ডেকে আনে শীত,
চারিদিকে তখন চলে
পিঠে পুলির গীত।
তুমি যাবে ভাই, যাবে মোর সাথে
আমার গ্রামে গঞ্জে ?
মন জুড়াবে, প্রাণ ভরবে
শীতের আগমনে।
ভোর সকালে নারিকেল গাছে
দেখবে তোতা পাখি,
কিচিরমিচির শব্দে পাখি-
করছে ডাকাডাকি।
হীমেল হাওয়া শরীর জুরে
লাগিয়ে দিবে শিহরণ,
তোমায় প্রতি রইলো বন্ধু
শীতকালের নিমন্ত্রণ।
আফরিনা সুলতানা ঈশিতা
শিক্ষার্থী, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ, ঢাকা৷
৬ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৮ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
৩১ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩২ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৭ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে