ডোমারে প্রমীলা ফুটবলের চাম্পিয়ন লালমনিরহাট
নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪/২৫’ এর ফাইনাল ম্যাচে জয়পুরহাটকে টাইব্রেকারে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালমনিরহাট জেলা।
রবিবার (৫ই জানুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে- লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি ও জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি। খেলার প্রথমার্ধে সাদিয়ার গোলে ১-০ তে এগিয়ে যায় জয়পুরহাট। তবে দ্বিতীয়ার্ধে মধ্য মাঠের ফ্রি-কিক থেকে একটি দুর্দান্ত গোল করে লালমনিরহাটকে ১-১ গোলের সমতা এনে দেয় মিম। নির্ধারিত সময়ের খেলায় ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে জয়পুরহাটকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে চাম্পিয়ন হয় লালমনিরহাট।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ আফজালুর রহমান চৌধুরী হিরো, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, সাধারণ সম্পাদক মোছাঃ শাহানারা বেগম বিথি প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, ম্যাচ পরিচালকবৃন্দ ও উভয় দলের খেলোয়াড়বৃন্দের মাঝে মাঝে পুরষ্কার ও তুলে দেন অতিথিরা।