ডোমারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান
নীলফামারীর ডোমারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পৌর এলাকার ২২টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে সম্মানি প্রদান করেছে পৌরসভা কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮শে মার্চ) দুপুরে পৌরভবন মিলনায়তনে ডোমার পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম প্রমুখ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ।
পৌর কর্তৃপক্ষ জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তির মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনরাও অন্যতম। তাদেরকে সম্মানিত করতে প্রথমবারের মতো সম্মানি প্রদানের উদ্যোগ নিয়েছে ডোমার পৌরসভা। প্রত্যেক ইমাম ও মুয়াজ্জিনকে ৫ হাজার টাকা করে সম্মানি দেওয়া হয়।