পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫শে মার্চ) বিকালে উপজেলা পরিষদ হলরুমে আনসার ও ভিডিপির আয়োজনে ইফতার মাহফিল উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্রী নরেশ চন্দ্র রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক মোঃ আব্দুল আউয়াল, মুনিরা পারভীন মুন্নি, কোম্পানি কমান্ডার শামীমা আক্তার, পৌরসভার ওয়ার্ড দলনেতা সোহাগ চৌধুরী, সারোয়ার ইসলাম, খালেদুল ইসলাম, রতন রায়, দলনেত্রী শারমিন আক্তার, লাকী আক্তার, ইউনিয়ন দলনেতা হাসান আলী, আব্দুর রহিম প্রমুখ সহ আনসার ও ভিডিপির অন্যান্য দলনেতা-দলনেত্রী ও সদস্য-সদস্যাবৃন্দ।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা শীর্ষক আলোচনা করা হয়েছে। পরে, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।