ডোমারে তাঁতী দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিবের আগমন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রস্তুতিমূলক সভা করেছে জাতীয়তাবাদী তাঁতী দল।
রবিবার (৫ই জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সভাটি। এতে সভাপতিত্ব করেন- জাতীয়তাবাদী তাঁতী দলের নীলফামারী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ডোমার উপজেলা শাখার সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন।
এসময় উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি মোঃ যুবরাজ হোসেন রাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়ারুল কবির লিটন প্রমুখ সহ উপজেলার বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দল সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন জানান, আগামী ৮ই জানুয়ারী জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মজিবুর রহমান ও যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম ডোমার আসবেন।