ডোমারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায়ে সাত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও ঔষধ বিতরণ সহ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন।
উপজেলার সোনারায় ইউনিয়নে অবস্থিত ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামার হলরুমে গত মঙ্গলবার (৭ই জানুয়ারী) অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রম।
এসময় উপস্থিত ছিলেন- ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর নাহিদ বিন হাফিজ, মেজর মোস্তাফিজুর রহমান প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।