ডোমার পৌরসভায় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘শিক্ষাবান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’—প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার পৌরসভায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।
ক্লাস্টার অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্রী সুদীপ চন্দ্র শর্মা ও শ্রী স্বপন রামকৃষ্ণ রায় প্রমুখ সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং ইভেন্টে পৌরসভার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।