ডোমারে মাসিক সমন্বয় সভা, প্রাথমিক কর্মকর্তাদ্বরের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নীলফামারীর ডোমার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা, নবাগত জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদ্বরে বরণ এবং বিদায়ী দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯শে ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারীর নবাগত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্রী কুমারেশ চন্দ্র গাছি।
এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমারের নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, বিদায়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রকিবুল হাসান ও মোঃ আব্দুস সামাদ। এছাড়া অনুষ্ঠানে উপজেলারর সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমন্বয় সভা শেষে নবাগত কর্মকর্তাদের বরণ ও বদলিজনিত কারণে বিদায়ী কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।