এম এ আশরাফ, ভোলাঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা” এই স্লোগানকে সামনে রেখে ভোলার দৌলতখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে এই সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভোলা জেলা কমান্ড্যান্ট মোঃ আহসান উল্লাহ।
দৌলতখান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন মনজুর আলম খান, উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব ছিদ্দিক মিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান, ফরিদা বেগম বোরহানউদ্দিন আনসার ও ভিডিপির কর্মকর্তা, মিজানুর রহমান লালমোহন আনসার ও ভিডিপির কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস লিডার শাহাদাত হোসেন সহ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ সদস্যগণ।
অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার দেওয়া হয় এবং পুরুষ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
৮১৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৮৪৭ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
৮৫৭ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৮৬৩ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
৯২৮ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
৯২৯ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৯২৯ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে