কক্সবাজারের ঈদগাঁও যৌতুকের দাবিতে নির্যাতন করে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী হত্যাকারী স্বামী ভুট্টো র্যাব-১ এবং র্যাব-১৫ এর যৌথ অভিযানে গ্রেফতার
গত ১২ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ফরাজী পাড়া এলাকার মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টোর বসতবাড়ি হতে তার স্ত্রী কামরুন্নাহার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত এক বছর আগে মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টোর সাথে কামরুন্নাহার এর ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য ভুট্টো এবং তার পরিবার কামরুন্নাহারকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এছ্ড়াা ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে তার স্ত্রীকে দুই লক্ষ টাকা নিয়ে আসার জন্য মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর গত ৩১ মার্চ ২০২৩ খ্রীঃ তারিখ ভুট্টো ও তার পরিবারের সবাই মিলে ফোন করে ভিকটিমকে তাদের বাড়িতে নিয়ে আসে। তবে কামরুন্নাহার তার স্বামীর বাড়িতে আসার সময় তার বাবার নিকট হতে ৫০ হাজার টাকা নিয়ে আসে। কিন্তু চাহিদাকৃত যৌতুকের দুই লক্ষ টাকা না পাওয়ায় গত ১২ এপ্রিল ২০২৩ খ্রীঃ আনুমানিক ভোর ০৪:৩০ ঘটিকার সময় অন্যান্য বিবাদীদের প্ররোচনায় ভুট্টো পাশবিক নির্যাতন করে ভিকটিমকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করে। কিন্তু কামরুন্নাহারের পরিবার বাদী হয়ে ঈদগাঁহ থানায় হত্যা মামলা রজু করার পর ভিকটিমের স্বামী ভুট্টোসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।
উক্ত ঘটিনার পর থেকেই র্যাব ১৫ এই সংক্রান্তে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হত্যাকারীদের গ্রেফতার করতে বিভিন্ন অভিযান পরিকল্পনা করে। কিন্তু আসামীগন নিয়মিত তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে।
পরবর্তীতে বিস্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামী ভুট্টোর অবস্থান নিশ্চিত করে গত ১৭ এপ্রিল ২০২৩ খ্রীঃ আনুঃ ১৯৩০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে র্যাব-১ ও র্যাব- ১৫ এর আভিযানিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টোকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যাক্তি উক্ত হত্যা হত্যাকান্ডের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
১৬২ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
১৬৩ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৮৩ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১৮৬ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে
২০৬ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
২১১ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২১৪ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
২১৫ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে