ঈদগাঁওতে বিতরণ করা হবে তিন হাজার সাশ্রয়ী চুলা
ঈদগাঁও উপজেলার ৪ নম্বর ঈদগাঁও ইউনিয়ন পরিষদে সাশ্রয়ী চুলা বিতরণ আজ শনিবার শুরু হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রম আরম্ভ হয়। চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মমতাজ আহমদ। সুইজারল্যান্ডের অর্থায়নে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এ কর্মসূচি বাস্তবায়ন করছে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম জানান, ইউনিয়নের ৩ হাজার স্থায়ী বাসিন্দাদের মধ্যে এ চুলা বিতরণ করা হবে। বাস্তবায়নকারী সংস্থার সহকারী জেলা ম্যানেজার মুজিবুর রহমান জানান, বিতরনকৃত চুলায় লাকড়ি কম লাগবে, সময় বাঁচবে এবং কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ কমে যাবে। যত্ন করলে এসব চুলা ১০ বছর পর্যন্ত টিকবে।
সংশ্লিষ্টরা জানান, চাহিদার ভিত্তিতে ৯ ওয়ার্ডে ৯ দিন আগ্রহীদের এসব চুলা বিতরণ করা হবে।
১৬২ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
১৬৩ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৮৩ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
১৮৬ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
২০৬ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
২১১ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
২১৪ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
২১৫ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে